Home বিনোদন এবার দেবের বাড়ি করোনার হানা

এবার দেবের বাড়ি করোনার হানা

by Shohag Ferdaus

গত কয়েক মাসে টলিউডে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি করোনা আক্রান্ত হন পরিচালক রাজ চক্রবর্তীও। এবার করোনার হানা অভিনেতা দীপক অধিকারী দেবের পরিবারে। তাঁর বাড়ির এক কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে বলে কলকাতার সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছেন এ অভিনেতা।

২৫ আগস্ট মঙ্গলবার তিনি জানান, উত্তম নামে তাঁর বাড়ির ওই কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁর কোনো উপসর্গ নেই। নিজের বাড়িতেই তাঁকে আইসোলেশনে রেখেছেন এ অভিনেতা।

সেইসঙ্গে তিনি ও তাঁর পরিবারের বাকি সদস্যরাও আগামী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন দেব। তিনি এদিন ট্যুইট করে জানান, তিনি নিজে ও তাঁর পরিবারের সদস্যরা প্রত্যেকেই করোনা টেস্ট করিয়েছেন। তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই উদ্বেগের কোনও কারণ নেই বলে জানিয়েছেন তিনি।

এছাড়া প্রায় মাস খানেক ধরে করোনা আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন কোয়েল মল্লিক, নিসপাল সিং রানেসহ গোটা মল্লিক পরিবার। তাঁরা আপাতত সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া টলিপাড়ায় সিরিয়ালের শুটিং শুরু হওয়ার পর থেকে করোনা আক্রান্ত হওয়ার খবর মিলেছে একাধিক সেটে। কৃষ্ণকলি ধারাবাহিকের দুই অভিনেতা করোনা আক্রান্ত। তাই অভিনয় এবং শুটিং স্বাভাবিক করার চেষ্টা চললেও আতঙ্ক বাড়ছেই টালিপাড়ায়।

ভয়েস টিভি/এসএফ

You may also like