Home জাতীয় আমাদের শিশুরা হবে দেশপ্রেমিক: প্রধানমন্ত্রী

আমাদের শিশুরা হবে দেশপ্রেমিক: প্রধানমন্ত্রী

by Shohag Ferdaus
শিশুরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের জন্য কাজ করবে, মানুষের মতো মানুষ হবে। নিজেদের উপযুক্ত মানুহ হিসেবে গড়ে তুলবে।

১৮ অক্টোবর রোববার সকালে বঙ্গবন্ধুর ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

করোনা মহামারি থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্য সুরক্ষায় আরও সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্কুল বন্ধের এই সময়ে ঘরে থেকেই পড়াশোনা চালিয়ে যেতে হবে শিক্ষার্থীদের।

তিনি আরও বলেন, আমি জানি করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, এটা যে কোনো শিশুর জন্য কষ্টকর। হয়তো এসব অবস্থা থাকবে না। আমি তাদের বলব, ঘরে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে। ঘরে বসে পড়াশোনা করা, যে যা করতে পারে সেটাও তাদের করতে হবে। যেন যখন স্কুল খুলে তখন তারা আবার সবকিছুই করতে পারে।

তিনি আরও বলেন, আমি অভিভাবকদের বলব, ছেলেমেয়েদের অন্যান্য এক্সারসাইজ ও খেলার ব্যবস্থা করতে জবে। এদিকে খেয়াল রাখতে হবে। সবাই যেন সুরক্ষা মেনে চলেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like