Home ভিডিও সংবাদ ভারী বর্ষণে আবারো বাড়ছে নদ-নদীর পানি

ভারী বর্ষণে আবারো বাড়ছে নদ-নদীর পানি

by Newsroom
বাড়ছে নদ-নদীর পানি

ঢাকা : ভারী বর্ষণে আবারো বাড়তে শুরু করেছে দেশের নদ-নদীর পানি পানি উন্নয়ন বোর্ড জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ পয়েন্টে তিস্তা নদীর পানি ০৪ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ০৯ ঘন্টায় ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার সমান হয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া গত ০৯ ঘন্টায় ১০ সেন্টিমিটার বেড়ে ঘাঘটের পানি গাইবান্ধা সদরের শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জামালপুরে গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ২৬ সেন্টিমিটার বেড়ে রোববার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ১৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে প্লাবিত হচ্ছে চারটি উপজেলার নিন্মাঞ্চল। যমুনার পানি বিপদসীমা অতিক্রম করায় দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহসহ কয়েকটি নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে ৪টি ইউনয়নের ১৫০টি বসতবাড়ী। পানি বন্দী হয়ে পরেছে প্রায় ১০ হাজার মানুষ।

কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা, দুধকুমার, গংগাধরেরও পানি বৃদ্ধি পেয়েছে। চরাঞ্চল প্লাবিত হয়ে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গো- খাদ্যের সংকট দেখা দিয়েছে।

ভয়েস টিভি/হ্যাপি/সুফল/দেলোয়ার

You may also like