Home খেলার খবর দেশের বাইরে লিটন দাসের প্রথম টেস্ট শতরান

দেশের বাইরে লিটন দাসের প্রথম টেস্ট শতরান

by Imtiaz Ahmed

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় ইনিংসে শতরান করলেন লিটন দাস। দেশের বাইরে এটি তাঁর প্রথম শতরান।

ব্যাটারদের ব্যর্থতার দিনে টেস্ট ক্যারিয়ারের ১২তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। কাইল জেমিসনকে চার মেরে ৬৯ বলে হাফ সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার।

তবে ফিফটি পূর্ণ করেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে মনোনিবেশ করেন তিনি।

এরপরের ওভারেই ট্রেন্ট বোল্টের এক ওভারে হ্যাটট্রিকসহ হাঁকান চার বাউন্ডারি।

মারকুটে এই ব্যাটিংয়ে মাত্র ৮০ বলে লিটনের ব্যক্তিগত সংগ্রহ পৌঁছেছে ৬৯-এ। ক্রাইস্টচার্চে ১০ চার আর ১ ছয়ে এই রান করেছেন তিনি।

এছাড়া নুরুল হাসান সোহানকে নিয়ে পার করেছেন শত রানের জুটি। ৪৮ বলে ৩৬ রান করে অন্যপ্রান্ত সামাল দিচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

২০১৫ সালে অভিষেকের পর প্রথম সেঞ্চুরি পেতে অপেক্ষা করতে হয়েছিল ২০২১ সাল পর্যন্ত। তবে প্রথম থেকে দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষাটা দেড় মাসের বেশি হতে দিলেন না লিটন কুমার দাস। নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন এ স্টাইলিশ ব্যাটার।

গত দুই বছর ধরেই সাদা পোশাকের ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন লিটন। যার প্রমাণ তিনি দিলেন নিউজিল্যান্ড সফরেও।

প্রথম ম্যাচে একমাত্র ইনিংসে ৮৬ রানের পর আজ দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে ছুঁয়ে ফেললেন জাদুকরী তিন অঙ্ক। যা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের ইনিংস পরাজয় এড়ানোর আশা।

You may also like