দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলছে শীতের প্রকোপ। উত্তর দিক থেকে বয়ে আসা পাহাড়ি হিমেল হাওয়ায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ।
দিনের বেলা কুয়াশার পরিমাণ কম থাকলেও ঠান্ডার পরিমাণ বেশি থাকায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। হিমালয়ের হিম বাতাসের কারণে তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ৬ ডিগ্রির ঘরে নেমে এসেছে। সন্ধ্যা থেকে পর দিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো জেলা।
মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও দেখা দেয় না তেমন উত্তাপ। অন্যদিকে কনকনে হাড় কাঁপানো শীতে দিন দিন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। শীতজনিত নানান রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বয়স্করা।
৩ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯ টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্।
ভয়েসটিভি/এএস