Home খেলার খবর নিউজিল্যান্ড মিশন শেষে দেশে ফিরলেন ক্রিকেটাররা

নিউজিল্যান্ড মিশন শেষে দেশে ফিরলেন ক্রিকেটাররা

by Imtiaz Ahmed

নিউজিল্যান্ডে স্বপ্নের মতো সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে শনিবার বিকেল ৫টায়  দেশে ফিরেছে মুমিনুল হকের দল।

বাংলাদেশ দলের বেশিরভাগ সদস্য শনিবার ফিরলেও গত ১২ জানুয়ারি দেশে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

দলের বিদেশি কোচিং স্টাফের সদস্যরা সেখান থেকে নিজ নিজ দেশে গেছেন ছুটি কাটাতে।

কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাউন্ট মঙ্গানুইতে ৮ উইকেটে জিতে নিয়ে ইতিহাস সৃষ্টি করে মুমিনুল হকের নেতৃত্বে টাইগাররা। যদিও দ্বিতীয় টেস্টে ইনিংস ও ১১৭ রানের ব্যবধানে হেরে সিরিজ জয়ের সুযোগ হারায় বাংলাদেশ।

তারপরও কিউইদের মাটিতে প্রথমবারের মতো সিরিজ ড্র করে ফেরা বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এই সিরিজ ড্র করে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৭ নম্বরে উঠে এসেছে টাইগাররা।

টাইগাররা দেশে ফিরলেও বিশ্রামের ফুসরত পাচ্ছেন না ক্রিকেটাররা। আগামী ২১ জানুয়ারি পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের।

You may also like