Home ভিডিও সংবাদ দেশে সড়ক দুর্ঘটনা ও নৌকা ডুবিতে ১২ জন নিহত

দেশে সড়ক দুর্ঘটনা ও নৌকা ডুবিতে ১২ জন নিহত

by Newsroom

ঈদের ছুটিতে সারাদেশে সড়ক দুর্ঘটনা ও নৌকা ডুবিতে অন্তত ১২ জন নিহিত হয়েছে । সাভারের ধামরাইয়ে বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে । নিহতদের সবাই পিকআপভ্যানের যাত্রী । আহতের মধ্যে এক শিশুসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আজ সকালে ঢাকা- আরিচা মহাসড়কের বাথুলী বাস স্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এদিকে রোববার রাত সাড়ে আটটায় নীলফামারীর কিশোরগঞ্জ পল্লী বিদুৎ অফিসের সামনে একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

এছাড়া ঈদে আনন্দ ভ্রমণে গিয়ে জামালপুরের মেলান্দহে নৌকা ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে । রোববার সন্ধায় এ ঘটনা ঘটে । নিহতরা সবাই একই এলাকার বাসিন্দা।

অন্যদিকে কিশোরগঞ্জের ইটনার ধনু নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ৯ টায় স্থানীয় ডুবুরি দল মরদেহগুলো উদ্ধার করে।

ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানান, রোববার সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।

ভয়েস টিভি/নিজস্ব প্রতিবেদক/সুফল/দেলোয়ার

You may also like