Home সারাদেশ তিন যুবকের দেড় কিলোমিটারের সবজি বাগান

তিন যুবকের দেড় কিলোমিটারের সবজি বাগান

by Newsroom
সবজি বাগান

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রেল লাইনের পাশে দেড় কিলোমিটার অব্যবহৃত জমিতে সবজি বাগান গড়ে তুলেছেন স্থানীয় তিন জন শিক্ষিত বেকার যুবক। সবজি বিক্রি করে তারা স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওযার।

এক ইঞ্চি জায়গা পতিত না রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহŸানে সাড়া দিয়ে সে রেল লাইনের পাশের অব্যবহৃত জমিতে সবজি বাগান করার উদ্যোগ গ্রহণ করেন।

উপজেলার আওনা ইউনিয়নের স্থল গ্রামের সামিউল আলম সামি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব প্রফেসনাল মার্কেটিং অর্থাৎ এমপিএম করে চাকরির পেছনে না ছুটে নিজেকে একজন সফল কৃষি উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠার কাজে আত্ম নিয়োগ করেছেন।

রেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশে দেড় কিলোমিটার জায়গায় সবজি বাগান গড়ে তোলেন। প্রথম ধাপে তিনি জাংলা দিয়ে লাউ চাষ করেন। তার পর একই জমিতে টমেটো, মিষ্টি কুমড়া, বেগুন, সিম, করল্লা, বরবটির সঙ্গে সাথী ফসল হিসাবে মাশকলাই, পালঙ্ক শাক, পাটের শাক, মরিচ ও শশা চাষ করেছেন। বাগানটি গড়ে তুলতে তাদের খরচ হয়েছে ৭০ হাজার টাকা। তাদের দেখে অনেকেই উৎসাহিত হচ্ছে।

সবজি বাগানের নামকরণ করেছেন তিন তারকা বিষমুক্ত সবজি বাগান। এ বিষয়ে কৃষি বিভাগ সহ জেলা প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করা হয়েছে।

দেশে প্রায় ২ হাজার ৮ শত ৮৫ কিলোমিটার রেলপথ রয়েছে। রেল লাইনের অব্যবহৃত এক তৃতীয়াংশ জমিতে যদি বেকার যুবকদের সবজি চাষের সুযোগ দেওয়া হয় তাহলে এদিকে বেকারত্ব ঘুচবে, অন্য দিকে সবজির চাহিদাও পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like