Home সারাদেশ দেড় মণ ওজনের অজগর উদ্ধার

দেড় মণ ওজনের অজগর উদ্ধার

by Amir Shohel

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দেড় মণ (৬৮ কেজি) ওজনের একটি বিরল প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

১৪ অক্টোবর বুধবার সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরকাঁকড়া গ্রামের চিকন খাল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা আব্দুল আউয়াল মানিক জানান, মঙ্গলবার রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরকাঁকড়া গ্রামের চিকন খালে মাছ ধরার জন্য স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন একটি বিন্দি জাল বসায়।

সকালে ওই জালের মাছ সংগ্রহ করতে কামাল চিকন খালে গিয়ে দেখতে পায় তার জালে বিশাল আকৃতির একটি অজগর আটকা পড়ে মৃত অবস্থায় পড়ে আছে। পরে তিনি স্থানীয়দের সহযোগীতায় অজগরটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয়রা জনায়, অজগর সাপটি টেনে বের করার পর উপস্থিত সবাই অবাক হয়ে যান। অজগরটির দৈর্ঘ্য ২৪ ফুট, ওজন ৬৮ কেজি।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর জানান, একটি অজগর সাপ মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এবিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ বিভাগ ও বন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।

ভয়েসটিভি/এএস

You may also like