Home সারাদেশ নেত্রকোনায় ২১টি অবৈধ দোকান উচ্ছেদ

নেত্রকোনায় ২১টি অবৈধ দোকান উচ্ছেদ

by Shohag Ferdaus
নেত্রকোনায়

নেত্রকোনায় সরকারি জমি থেকে ২১টি দোকান উচ্ছেদ করা হয়েছে। ২১ অক্টোবর বুধবার বিকেলে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। এ সময় কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম, উপজেলা প্রকৌশলী আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, উপজেলা যুবলীগে সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, মানবাধিকার কর্মী ইসমাইল হোসেন সিরাজী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, কলমাকান্দা উপজেলার ডাকবাংলা মোড় এলাকার সরকারি জমি দখল করে কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মৌলা ১১টি এবং স্থানীয় সিদ্দিক মিয়া ১০টি দোকান নির্মাণ করেন। এতে ওই এলাকায় প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হত।

সংসদ সদস্য মানু মজুমদার বলেন, শেখ গোলাম মৌলা চেয়ারম্যান থাকার সুবাদে ক্ষমতার অপব্যবহার করে সরকারি ওই জায়গায় দোকান নির্মাণ করেন। জনগুরুত্বপূর্ণ এ জয়গাটি উদ্ধার করা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল। তাই জনসাধারণকে সঙ্গে নিয়ে সরকারি জায়গাটি উদ্ধার করা হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like