Home সারাদেশ হাতিয়ায় কয়েলের আগুনে ৬ দোকান পুড়ে ছাই

হাতিয়ায় কয়েলের আগুনে ৬ দোকান পুড়ে ছাই

by Shohag Ferdaus
পুড়ে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার পৌর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ছয়টি দোকান পুড়ে অন্তত বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২০ ডিসেম্বর রোববার ভোররাত ৩টার দিকে পৌরসভার চৌমুহনী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতে চৌমুহনী বাজারের বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। রাত ৩টার দিকে বাজারের ফরিদ বেডিং হাউজ থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। এসময় বাজারে থাকা ব্যবসায়ী ও আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফরিদ বেডিং হাউজ, মর্জিনা ক্লথ স্টোর, আল আমিন ভারাইটিজ স্টোর, ইয়াছিন স্টোর, আনোয়ার ইলেট্টনিকসহ ছয়টি দোকানের মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে যায়। এতে অন্তত বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হাতিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হারুন অর রশিদ জানান, খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like