নাব্যতা সংকটে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া যানজট তৈরি হয়েছে। এতে করে ক্রমেই যানবাহনের চাপ বাড়ছে বলে জানা গেছে।
১৬ অক্টোবর শুক্রবার দুপুর দেড় টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া অংশে সহস্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি ও পুলিশ প্রশাশন।
সরেজমিনে দেখা যায়, রাজধানী ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্জলের প্রায় ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার হওয়ায় প্রতিদিন কয়েক হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। পাটুরিয়া ঘাটের দুটি ট্রাক ট্রার্মিনালে সাড়ে তিন শতাধিক, ওয়েট স্কেলের মুখে শতাধিক এবং উথুলী সংযোগ মোড়ে আরো তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
তবে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ওষুধের গাড়ি, জরুরি পচনশীল পণ্যের ট্রাক ও যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। যাত্রীবাহী যানবাহনের চাপ কমে এলে পণ্য বোঝাই অন্যান্য ট্রাক পার করা হবে বলে ঘাট সূত্রে জানা গেছে।
পাটুরিয়া ঘাটে দ্বায়িত্বরত ট্রাফিক পরিদর্শক জাসেলউর রহমান বলেন, পাটুরিয়া ঘাটে চাপ থাকায় ঊথুলী সংযোগ মোড়ে প্রায় তিন শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকিয়ে রাখা হয়েছে। ঘাটের চাপ কমে আসলে সিরিয়াল অনুয়ায়ি পাটুরিয়া অভিমুখে ট্রাকগুলোকে পাঠানো হবে।
বাংলাদেশ অভ্যন্তরিণ নৌ পরিবহনে আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বলেন , আজ শুক্রবার হওয়ায় ঘাটে যানবাহনের কিছুটা বাড়তি রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পার করা হচ্ছে । যাত্রীবাহী পরিবহনের চাপ কমে গেলে সিরিয়াল অনুয়ায়ি পন্যবোঝাই ট্রাক গুলোকে পার করা হবে।
তিনি বলেন, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি ফেরির মধ্যে ১৬ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। দুটি ফেরিতে চলাচল করতে না পারায় একটু সমস্যা হচ্ছে। এগুলো মধুমতি ভাসমান কারখানায় মেরামতের জন্য রাখা হয়েছে।
ভয়েস টিভি/এমএইচ