Home খেলার খবর দ্বিতীয়ার্ধে পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচ

দ্বিতীয়ার্ধে পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচ

by Shohag Ferdaus
জার্মানির

তিনবার এগিয়ে গিয়েও জেতা হলো না জার্মানির। পাল্টা জবাব দিয়ে প্রতিবারই সমতা ফেরাল তুরস্ক। দ্বিতীয়ার্ধে পাঁচ গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচটি শেষ পর্যন্ত সমতায় শেষ হয়েছে।

৭ অক্টোবর বুধবার রাতে জার্মানির কোলনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্রয়ে শেষ হয়। তিন তিনবার এগিয়ে গিয়েছিল স্বাগতিক দল। তাতে খেই হারায়নি তুরস্ক। তিনবারই দারুণভাবে সমতা ফিরিয়েছে অতিথি দল।

এই নিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল জার্মানি। উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে ম্যাচের আগে সম্ভাবনা জাগিয়েও স্বস্তির জয় পেল না ইওয়াখিম লুভের দল। গত মাসে প্রতিযোগিতাটিতে নিজেদের প্রথম দুই ম্যাচে স্পেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করেছিল জার্মানি।

ম্যাচটিতে অবশ্য পূর্ণ শক্তির দল নামাতে পারেনি জার্মানি। বায়ার্ন মিউনিখ ও লাইপজিগের খেলোয়াড়দের পায়নি তারা। ক্লাব দুটি বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রামে পাঠিয়েছে; অনেকে আবার চোটে ভুগছেন।

ম্যাচের শুরু থেকেই জার্মানি এগিয়ে ছিল বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। ষষ্ঠ মিনিটে বেঞ্জামিন হেনরিকের তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি জিয়ান-লুকা ভালডসমিট। ত্রয়োদশ মিনিটে তুরস্কের ইউসুফ ইউজিসির বাঁ পায়ের শট বাইরে দিয়ে যায়। সতীর্থ কাই হাভের্টসের পাসে প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের গোলশূন্যতা ভাঙেন দলটির অধিনায়ক উইলিয়ান ড্রাক্সলার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার উচ্ছ্বাসে মাতে তুরস্ক। দ্বিতীয়ার্ধে কাই আইহানের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জালে জড়িয়ে দেন ওজান তুফান।

তুরস্কের স্বস্তি উবে যায় দ্রুতই। ৫৮তম মিনিটে হাভার্টজের থেকে পাওয়া বল ডি-বক্সের একটু ভেতরে ঢুকে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন বরুশিয়া মনশেনগ্লাডবাখের মিডফিল্ডার ফ্লোরিয়ান।

এবারও সমতা ফেরাতে খুব সময় নেয়নি তুরস্ক। গোলপোস্টের খুব কাছে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি মিডফিল্ডার এফিকান কারাকা।

৮১তম মিনিটে তৃতীয় গোলটি পায় জার্মানি। ডি-বক্সের মাঝামাঝি থেকে জালে বল জড়ান জিয়ান-লুকা ভালডসমিট। মনে করা হচ্ছিল এই গোলেই হয়তো জয়ের আনন্দে মাতবে জার্মানি।

কিন্তু ধারণাটি ভুল প্রমাণিত করে তুরস্ক। ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দারুণ এক গোল করে দলটিকে জয়তুল্য ড্র এনে দেন স্ট্রাইকার কিনান কারামান।

এই নিয়ে টানা দুই ম্যাচে ড্র দেখল তুরস্ক। গত মাসে উয়েফা নেশন্স লিগে সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল দলটি।

আগামী রোববার নেশন্স লিগের ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে জার্মানি।

আরও পড়ুন: চমক দেখিয়ে শেষ চারে পিএসজি

আরও পড়ুন: স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

ভয়েস টিভি/এসএফ

You may also like