Home জাতীয় পরিকল্পনায় ফের পরিবর্তন, টিকার দ্বিতীয় ডোজ ৮ সপ্তাহ পর

পরিকল্পনায় ফের পরিবর্তন, টিকার দ্বিতীয় ডোজ ৮ সপ্তাহ পর

by Shohag Ferdaus
দ্বিতীয় ডোজ

বাংলাদেশে করোনাভাইরাসের গণ টিকাদান পরিকল্পনায় আবারও পরিবর্তন আনা হয়েছে, প্রথম ডোজ দেওয়ার ৮ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

১৫ ফেব্রুয়ারি সোমবার বিকেলে এসব কথা জানান তিনি।

এ নিয়ে একাধিকবার প্রথম ও দ্বিতীয় ডোজের সময় পাল্টাল স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতর কোভিড–১৯ টিকাদান পরিকল্পনা চূড়ান্ত করার সময় প্রথমে বলেছিল, সময়ের পার্থক্য হবে চার সপ্তাহ। এর সমালোচনা করেছিলেন কিছু জনস্বাস্থ্যবিদ। তখন সময় পাল্টে আট সপ্তাহ করা হয়। কিন্তু গণটিকাদান কর্মসূচি শুরু হওয়ার আগে ৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে বলা হয়, দুই ডোজের সময়ের পার্থক্য হবে চার সপ্তাহ।

ইতোমধ্যে ৯ লাখের বেশি মানুষকে প্রথম ডোজ টিকা দেয়া হয়ে গেছে। এখন স্বাস্থ্য অধিদফতর বলছে, প্রথম ও দ্বিতীয় ডোজের সময়ের পার্থক্য হবে আট সপ্তাহ।

কাদের পরামর্শে ডোজের সময় নিয়ে এ পরিবর্তন আনা হলো- এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘জাতীয় পরামর্শক কমিটির পরামর্শে এবং ব্যবস্থাপনার সুবিধার্থে।’

ভয়েস টিভি/এসএফ

You may also like