Home সারাদেশ দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা টেস্টের ল্যাব উদ্বোধন

দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনা টেস্টের ল্যাব উদ্বোধন

by Shohag Ferdaus
হাতিয়া

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোভিড-১৯ শনাক্তকরণে ল্যাব উদ্বোধন করা হয়েছে।

৩১ মার্চ বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এই ল্যাবের উদ্বোধন করা হয়। ফলে করোনা টেস্টের সুবিধা পেতে যাচ্ছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরাঞ্চলের প্রায় ৭ লাখ মানুষ।

নমুনা সংগ্রহের এক ঘণ্টার মধ্যে পাওয়া যাবে এর ফলাফল । এজন্য অত্যাধুনিক জীন এক্সপার্ট মেশিন দিয়ে তৈরি করা হয়েছে পরিপূর্ণ ল্যাব। প্রতিদিন ১৫ জনের নমুনা পরীক্ষা করা যাবে এই ল্যাবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব মোর্শেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেন, পৌর মেয়র কে এম ওবায়েদ উল্যাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শেখ মাহমুদুর রহমান ও মেডিকেল অফিসার ডাক্তার সৌরভ নাথ।

বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে উপজেলা পর্যায়ে এই জাতীয় ল্যাব চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছে সেখানকার সাধারণ মানুষ।

উপজেলা স্বাস্থ্য স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নাজিম উদ্দিন জানান, আগে আমরা নমুনা সংগ্রহ করে তা জেলা সদরে পাঠাতাম। সেখান থেকে ১দিন পর ফলাফল পেতাম। এখন থেকে হাতিয়াতে নমুনা সংগ্রহের ১ঘণ্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে।

এজন্য জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি থেকে সরবারহ করা যন্ত্রপাতি দিয়ে একটি অত্যাধুনিক ল্যাব স্থাপন করা হয়েছে। এই ল্যাবটিতে স্থায়ীভাবে নিয়োগ দেয়া একজন মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে পরিচালিত হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like