3
নোয়াখালীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে ২৪ প্রতিষ্ঠানকে দুইটি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে নোয়াখালীর জেলা শহর মাইজদী বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ২৩টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা ও চিংড়ি মাছে ভেজালের জন্য একটি মাছের আড়তকে ৮ হাজার টাকা সহ ২৪টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করেন, নোয়াখালী সদর উপজেলার ভূমি কমিশনার (ভূমি ) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। অভিযানে সুধারাম মডেল থানার পুলিশ সহযোগিতা করে।
ভয়েসটিভি/এএস