Home রাজনীতি ধর্ষকদের ভাসানচরে পাঠানোর দাবি আলালের

ধর্ষকদের ভাসানচরে পাঠানোর দাবি আলালের

by Shohag Ferdaus
আলালের

রোহিঙ্গা নয়, ধর্ষকদের নোয়াখালীর ভাসানচরে পাঠানোর দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

৭ অক্টোবর বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির উদ্যোগে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা রোহিঙ্গাদের জন্য যে ভাসানচর ঠিক করেছেন, ওই ভাসানচরে রোহিঙ্গাদের পাঠানোর দরকার নেই। এই ধর্ষকদের পাঠান। ধর্ষকদের সঙ্গে পাপিয়ার দলবলসহ পাঠিয়ে দেন। ওইখানে এরা নিরাপদে থাকুক। বাংলাদেশের মানুষ ও নিরাপদে থাকবে।’

আলাল বলেন, ‘আওয়ামী লীগকে মনে করিয়ে দেই, ১৯৫৮ সালের এই দিনে ইস্কান্দার মির্জাকে সরিয়ে আইয়ুব খান সামরিক শাসন জারি করেছিল। আপনারা কি সেই দিকে যাচ্ছেন? ইয়াসমিনকে ধর্ষণ করেছিল কিছু দুষ্ট প্রকৃতির পুলিশ কনস্টেবল। তখন আপনারা সারা দেশে আগুন লাগিয়ে দিয়েছিলেন। আপনাদের হাজার-হাজার নারী কর্মী রাস্তায় নেমে আগুন লাগিয়ে দিয়েছিল। ইয়াসমিনের বিচার বেগম খালেদা জিয়া করেছেন, বিএনপি করেছে।’

আরও বলেন, ‘আজ আপনাদের নেতা-কর্মীরা, কিছু পুলিশ ও কর্মকর্তারা ধর্ষণের মহোৎসব করছে। আমার মনে হয়, রোহিঙ্গাদের জন্য যে ভাসানচর ঠিক করা হয়েছে, ওই ভাসানচরে রোহিঙ্গাদের পাঠানোর দরকার নাই এই ধর্ষকদের পাঠান।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সৈয়দ মেহেদী আহমেদ রুমী, কৃষক দলের সদস্যসচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য দেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like