ধর্ষণ ও যৌন নিপীড়ন বিরোধী মানববন্ধন করেছে নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ। ৮ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসূচি পালন করে তারা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।
এতে বক্তব্য দেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, জেলা ট্রাক ট্যাংকলড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রহমান ডালু।
‘বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষণের ঠাঁই নেই, শেখ হাসিনার বাংলায় ধর্ষকের ঠাঁই নেই’ ব্যানারে আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন এতে।
মানববন্ধনে বলেন, ধর্ষকের কোন দল নেই, তার পরিচয় ধর্ষক। সরকার সব অপরাধের বিচার করেছে। ধর্ষকদেরও কঠিন শাস্তি নিশ্চিত করবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীও নিজস্ব ব্যানারে এতে অংশগ্রহণ করে।
ভয়েসটিভি/এএস