5
ধর্ষণচেষ্টার অভিযোগে নীলফামারীতে মামুন ইসলাম (২১) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। ৩০ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টার দিকে সৈয়দপুর উপজেলা শহরের নয়াটোলা এলাকায় ধর্ষণচেষ্টাকালে তাকে আটক করে পুলিশ। মামুন একই এলাকার নুর ইসলামের ছেলে।
স্থানীয় ও থানা সূত্র জানায়, একই বাড়িতে ভাড়া থাকেন অটোরিকশা চালক মামুন ও উত্তরা ইপিজেডের শ্রমিক স্বামী পরিত্যক্তা এক নারী ও তার মেয়ে। মেয়েটির মা কর্মস্থলে গেলে পাশের ঘরের ভাড়াটিয়া মামুন মেয়েটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
স্থানীয়রা বুঝতে পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ধর্ষণের চেষ্টায় জড়িত মামুনকে আটক করে থানায় নিয়ে যায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, এ ঘটনায় মেয়েটির মা একটি মামলা করেছেন। মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভয়েস টিভি/এসএফ