Home সারাদেশ নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

by Newsroom

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গৃহবধূ ধর্ষণের দায়ে এক ব্যাক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা ও অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

২৮ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক মোহাম্মদ সামস্উদ্দীন খালেক এ রায় প্রদান করেন।

দণ্ডিত মো. ইব্রাহীম (৫০) উপজেলার বুড়িরচর ইউনিয়নের শূণ্যেরচর গ্রামের আবদুল হাইয়ের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ১১ এপ্রিল রাত ১২টার দিকে শূণ্যেরচর গ্রামের বেড়িবাঁধের উপর গৃহবধূর বসতঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করে ইব্রাহীম। পরদিন ১২ এপ্রিল ভুক্তভোগী বাদী হয়ে মো. ইব্রাহীমের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলা দায়ের করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাড. মর্তুজা আলী পাটোয়ারী। আসামি পক্ষে ছিলেন অ্যাড. আব্দুর রহমান, অ্যাড. আবু সাঈদ নোমান ও অ্যাড. মোসলেহ উদ্দিন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like