Home সারাদেশ ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

by Newsroom
মুদি দোকানি

টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ের প্রলোভনে যুবতী ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দি‌য়ে‌ছে আদালত। ১৪ অক্টোবর বুধবার দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হা‌কিম খালেদা ইয়াসমীন এ রায় ঘোষণা করেন।

এ সময় ধর্ষণের ফলে জন্ম নেয়া কন্যা সন্তান‌টি আসামীর পিতৃপরিচয়ে বড় হ‌বে এবং জেলা ম্যাজিষ্ট্রেটকে তার ভরণপোষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেন আদালত।

আসামী নাজমুল নাগরপুর উপজেলার ভাতুরা গ্রামের আজিম উদ্দিনের ছেলে বর্তমানে সে পলাতক রয়েছে।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রোসিকিউটর নাসিমুল আক্তার জানান, জেলার ভূঞাপুরে ২০০৮ সালের ৬ ডিসেম্বর রাতে আসামী নাজমুল ভূঞাপুর উপজেলায় ওই নারীর বসত ঘরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে ওই নারী গর্ভবতী হয়ে পড়ে এবং একটি কন্যা সন্তান জন্ম নেয়। এ ঘটনায় ওই নারী টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে আদালত এ রায় প্রদান করেন।

ভয়েস টিভি/এমএইচ

You may also like