Home সারাদেশ ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক আটক

ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক আটক

by Newsroom

সাতক্ষীরার আশাশুনিতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রধান শিক্ষককে আটক করা হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে আটক করে পুলিশ।

আটক প্রধান শিক্ষক মঈনুর ইসলাম আশাশুনির কোদণ্ডা গ্রামের বাবর আলী গাজীর ছেলে এবং ওই গ্রামের কেবিএ প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক। ভুক্তভোগী একই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগীর বাবা জানান, সকালে আমি ও স্ত্রী মেয়েকে বাড়িতে রেখে পার্শবর্তী পুরাতন বাড়িতে বাঁশ কাটতে যাই। মেয়ে বাড়িতে একাই ছিল। হঠাৎ স্কুলের প্রধান শিক্ষক মঈনুর ইসলাম বাড়িতে আসলে আমার মেয়ে তাকে আপ্যায়ন করে।

পরে সে মেয়েকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। মেয়েটি চিৎকারে প্রতিবেশী দৌঁড়ে আসলে সে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে উল্লেখ করে ওই শিক্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাশুনি থানার অফিসার ইনচার্জ গোলাম কবীর জানান, সকাল সাড়ে ১০টার দিকে প্রধান শিক্ষক মঈনুর ইসলাম ওই ছাত্রীর বাড়িতে যান। মেয়েটি তার স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

এর এক পর্যায়ে ছাত্রীকে ঘরের মধ্যে নিয়ে যৌন হয়রানি করে। একটি জঘন্যতম অপরাধ। অভিযোগের পর প্রধান শিক্ষক মঈনুর ইসলামকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like