Home সারাদেশ ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে সারাদেশে মানববন্ধন

ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে সারাদেশে মানববন্ধন

by Newsroom

নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে নারী ধর্ষণ-নির্যাতন-হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে। ৬ অক্টোবর মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় একাধিক সংগঠনের ব্যানারে মানববন্ধন করা হয়।

নোয়াখালী প্রতিনিধি: বেলা ১১টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের আহ্বায়ক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এতে ব্ক্তব্য দেন কাউন্সিলর লিলি রহমান, ব্র্যাক জেলা সমন্বয়কারী আক্তারুল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মেহেদী হাসান, স্থানীয় সাংবাদিক আমিরুল ইসলাম হারুন প্রমুখ।

ফেনী প্রতিনিধি: নোয়াখালী গৃহবধূ নির্যাতন, সিলেটের এমসি কলেজে গণধর্ষণ, খাগড়াছড়িতে প্রতিবন্ধী আদিবাসী নারী ধর্ষণসহ দেশব্যাপী নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে ফেনীতে সকালে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শহরের বড় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমবায় সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

এসময় জেলা সভাপতি সালাহউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবুল খায়ের লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জিকু, প্রচার সম্পাদক করিমুল হক সুমন, দপ্তর সম্পাদক আরিফুল হক সুমন, দাগনভূঞা উপজেলা আহবায়ক সাইমুন হক রাজীব প্রমুখ।

গোপালগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী যৌন হয়রানি ও নারীদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় আর কত কাল ঘরে থাকবি তোর বোন মরলে শুনতে পাবি, অ্যাম আই নেক্সস্ট?, রিয়েল ম্যান ডোন্ট রেফ ইত্যাদি ধর্ষণ বিরোধী প্লা-কার্ড প্রদর্শণ করে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

এতে বক্তব্য দেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের পূজা কর্মকার, হাজী লাল মিয়া সিটি কলেজের রিফাত তামান্না মৌ, এমএইচ খান ডিগ্রি কলেজের জিনিয়াতুন রুবাইয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি: সিলেটের এমসি কলেজসহ দেশব্যাপি হত্যা ধর্ষণের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ- এখনই সময়’ ম্লোগানে সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী তৌফিক শুভর সঞ্চালনায় এতে ব্ক্তব্য দেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ এএএম সাইফুর রশিদ, ইতিহাস বিভাগের প্রধান সফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের মহসিন কবির, প্রকৌশলী সাদ্দাম হোসেন, সংস্কৃতিকর্মি শাওন দাস, ছাত্র সমাজের প্রতিনিধি হিসাব বিজ্ঞান বিভাগের জনি আহমেদ ও ওয়াজেদ প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সাতক্ষীরা প্রতিনিধি: দেশজুড়ে নারীদের উপর সহিংসতার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা নাগরিক কমিটির উদ্যোগে সকাল ১১টায় শহরের নিউ মার্কেট মোড়ে এ কর্মসুচি পালিত হয়।

সাতক্ষীরার নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে ও যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, সংগঠনের সদস্য সচিব আবুল কালাম আজাদ, বিশিষ্ঠ শিক্ষাবীদ অধ্যাপক আব্দুল হামিদ, মাধব চন্দ্র দত্ত, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যেসনা দত্ত, সাংবাদিক এম কামরুজ্জামান প্রমুখ।

নেত্রকোনা প্রতিনিধি: সারাদেশে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে শহরের মোক্তারপাড়া ব্রিজের উপর সড়ক অবরোধ করে এই বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।

নেত্রকোনা জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ কর্মসূচিতে সংহতি জানান জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান ও পুলিশ সুপার মো: আকবর আলী মুন্সী। পরে প্রশাসনের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।

নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলপনা বেগমের সঞ্চালনায় বক্তব্য দেন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি দেলোয়ারা বেগমসহ জেলার বিভিন্ন সংগঠনের নেতারা।

ভয়েস টিভি/এমএইচ

You may also like