Home সারাদেশ মোটরসাইকেলে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাবে ধর্ষণ প্রতিরোধ টিম

মোটরসাইকেলে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাবে ধর্ষণ প্রতিরোধ টিম

by Newsroom
ধর্ষণ প্রতিরোধ টিম
ময়মনসিংহে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দ্রুত সহায়তা ও আইনি ব্যবস্থা দেয়ার জন্য গঠন করা হয়েছে ছয় সদস্য বিশিষ্ট পুলিশের টিম। কোনো সংবাদ পেলেই মোটরসাইকেল যোগে টিমের সদস্যরা দ্রুত পৌঁছে যাবে ঘটনাস্থলে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশফিক রহমানের নেতৃত্বে এই টিমে দুইজন নারী পুলিশ রয়েছেন।
১৯ অক্টোবর সোমবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণ প্রতিরোধ টিমের উদ্বোধন করেন  পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।
এসময় তিনি বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার পর যাতে আলামত নষ্ট না হয় বা নষ্ট করতে না পারে সেজন্য টিমের সদস্যরা কাজ করবে। নির্যাতিতাকে সবধরনের সহায়তা করবে। মামলা বা অভিযোগের অপেক্ষা না করে দ্রুত আইনি কাজ সম্পন্ন করবেন টিমের সদস্যরা।
পুলিশ সুপার আরও বলেন, ধর্ষণ সমাজকে কলুষিত করছে। এটা জঘন্য ও ঘৃণ্যতম অপরাধ। কার্যকরভাবে ধর্ষণ প্রতিরোধ করতে চাই আমরা। এজন্য রেঞ্জ ডিআইজির নির্দেশে প্রতিটি থানায় ধর্ষণ প্রতিরোধ টিম গঠন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহজাহান, হাফিজুল ইসলাম ও কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদারসহ পুলিশ কর্মকর্তারা।
ভয়েস টিভি/ডিএইচ

You may also like