Home সারাদেশ স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজন আটক

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজন আটক

by Newsroom

সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাসিমাবাদ গ্রামে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলায় একজনকে আটক করা হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার ভোররাতে শ্যামনগর থানার পূর্ব কাশিমাড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সিআইডি।

গ্রেফতার তরিকুল ইসলাম আশাশুনি উপজেলার নাসিমাবাদ গ্রামের সেয়াবুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা সিআইডির পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, গত ৫ অক্টোবর সোমবার প্রতিবেশী বখাটে তরিকুল ইসলামের ধর্ষণের শিকার হয় সাত বছর বয়সী তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আশাশুনি থানায় তরিকুলকে আসামি করে মামলা করে।

সে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদ পেয়ে সিআইডি পুলিশের পৃথক দুটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গত সোমবার দুপুরে তরিকুল মোবাইলে ছবি দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে।

ভায়েস টিভি/এমএইচ

You may also like