Home সারাদেশ ধামরাইয়ে নদী ভরাট করে রাস্তা নির্মাণ করায় জরিমানা

ধামরাইয়ে নদী ভরাট করে রাস্তা নির্মাণ করায় জরিমানা

by Amir Shohel

ঢাকার ধামরাইয়ে নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামে গাজীখালি নদী ভারাট করে মাটির লিক (রাস্তা) নির্মাণ করে মাটির ব্যবসা পরিচালনা করার দায়ে মোশারফ হোসেন নামে এক কথিত যুবলীগ নেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তরা হালদার।

মোশারফ হোসেন নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের মান্নান হোসেনের ছেলে।

এসময় ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তত হালদার জানান, মোশারফ হোসেন নদী ভরাট করে রাতের আঁধারে মাটির ব্যবসা পরিচালনা করছে এমন অভিযোগে পাই। আজ আমি নিজে ঘটনা স্থল পরিদর্শন করে সত্যতা পাই।

এজন্য মোশাররফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল দেয়া হয় এবং নদীর বাঁধ কেটে পানি চলাচল স্বাভাবিক করা হয়। মোশারফ ৫০ হাজার টাকা জরিমানা নগদ পরিশোধ করায় এবং পরবর্তীতে এমন কাজ করবে না বলে মুচলেকা দেয়ায় তাকে দেড়ে দেয়া হয়।

ভয়েসটিভি/এএস

You may also like