Home সারাদেশ ধামরাইয়ে সড়ক দুর্ঘটনা : ৯ মাসে নিহত ৩১

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনা : ৯ মাসে নিহত ৩১

by Amir Shohel

কিছুতেই থামছে না ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সড়ক দুর্ঘটনা।প্রতিনিয়তই ঘটছে প্রাণহানির ঘটনা। গেল ৯ মাসে ৫১টি সড়ক দুর্ঘটনায় মারা গেছে ৩১ জন এবং আহত হয়েছে কমপক্ষে ৯৮ জন।

বছর শুরু থেকেই ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢাউটিয়া এলাকায় প্রায় প্রতি মাসেই ঘটছে দুর্ঘটনা। জানুয়ারিতে ৯টি, ফেব্রুয়ারিতে ৯টি, মার্চে ৮টি, এপ্রিলে ৫টি, মে মাসে ৫টি, জুনে ২টি, জুলাইয়ে ৩টি, আগষ্টে ৬টি ও সেপ্টেম্বরে ৪টিসহ মোট ৫১টি দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৩১ জন এ আহত হয়েছে কমপক্ষে ৯৮ জন। এদিকে, সড়ক দুর্ঘটনা রোধে ঢাকা-আরিচা মহাসড়ক টু-লেন থেকে ফোর-লেনে উন্নতি করণের কাজ করছে সড়ক ও জনপদ বিভাগ। এতে শিগগিরই সমস্যার সমাধান হবে এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

স্থানীয় বাসিন্দারা জানান, এসব দুর্ঘটনা অতিরিক্ত গতিতে যানবাহন চলাচলসহ ঝুকিপূর্ণভাবে ওভারটেকিংকেই কারণেই হয়েছে।

সড়ক দুর্ঘটনা রোধ ও যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে মহাসড়কে প্রশাসনের নজরদারী বৃদ্ধির দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া।

পুলিশ সুপার হাইওয়ে (গাজীপুর রিজিয়ন) আলী আহমদ খান জানান, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের শৃংখলা ঠিক রাখতে প্রতিনিয়ত কাজ করছে হাইওয়ে পুলিশ।

ভয়েসটিভি/এএস

You may also like