ঢাকার ধামরাইয়ে বাস চাপায় উপজেলা ভূমি অফিসের কর্মচারী উত্তম কুমার হাওলাদার (৩৫) নিহত হয়েছেন। ৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উত্তম কুমার হাওলাদার বরিশালের রতন কুমার হাওলাদারের ছেলে। তিনি ধামরাই উপজেলা ভূমি অফিসের চেইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে তিনি ধামরাই ভূমি কমিশনার অফিস থেকে মোটরসাইকেলে বাথুলি বাজারে সুয়াপুর তফসিল অফিসে যাচ্ছিলেন। এসময় পাটুরিয়া থেকে আসা ঢাকাগামী রাজধানী এক্সপ্রেস (পাবনা-ব ১১-০০১২) বাসের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান উত্তম। এসময় স্থানীয়রা বাসটি আটক করে। তবে বাসটির চালক পালিয়ে যায়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এছাড়া বাসটিও আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
ভয়েস টিভি/এমএইচ