Home খেলার খবর ধোনির মুকুটে যুক্ত হলো আরও এক পালক

ধোনির মুকুটে যুক্ত হলো আরও এক পালক

by Shohag Ferdaus
ধোনি

মহেন্দ্র সিংহ ধোনির মুকুটে যুক্ত হয়েছে আরও এক পালক। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি।

এখও পর্যন্ত আইপিএলে ধোনি খেলেছেন ১৯৪ ম্যাচ। সুরেশ রায়না এক ম্যাচ কম খেলেছেন ধোনির থেকে। এ বারের আইপিএলে রায়না নেই। চেন্নাই সুপার কিংস যদি প্লে-অফের টিকিট পায়, তবে এই মওসুমে ধোনিকে কেউ টপকে যেতে পারবেন না।

এ মওসুমে অংশ নেয়া খেলোয়াড়দের মধ্যে এখন ধোনির ঠিক পিছনেই রয়েছেন রোহিত শর্মা। আইপিএলে তিনি খেলেছেন ১৯২ ম্যাচ। যদি এ বারের আইপিএলে ধোনির দল প্লে-অফে উঠতে না পারে এবং রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স প্লে-অফে ওঠে, তা হলে রোহিতের সামনে সুযোগ আসতে পারে ধোনিকে টপকে যাওয়ার।

আরও পড়ুন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনি-রায়নার বিদায়

ভয়েস টিভি/এসএফ

You may also like