Home বিশ্ব ফিলিস্তিনের করোনা টেস্ট কেন্দ্র ধ্বংস করলো ইসরায়েল

ফিলিস্তিনের করোনা টেস্ট কেন্দ্র ধ্বংস করলো ইসরায়েল

by Newsroom
ধ্বংস করলো ইসরায়েল

ফিলিস্তিনের করোনা টেস্ট কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি তল্লাশি চৌকি ধ্বংস করলো ইসরায়েল বাহিনী। ২০ জুলাই সোমবার ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের জেনিন শহরের প্রবেশমুখে করোনাভাইরাস সংক্রমণরোধে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী তল্লাশি চৌকিটি বানিয়েছিলো। ফিলিস্তিনে গেলো ২৪ ঘণ্টায় ৪৬৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৩ জন।

ফিলিস্তিতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত চিহ্নিত হয়েছে ৮ হাজার ৩৬০ জন। মৃত্যু হয়েছে ৬৫ জন। আইসিইউতে চিকিৎসাধীন ৪০ জন। এ পর্যন্ত আক্রান্তদের একজনও সুস্থ হয়ে ওঠেননি।

স্থানীয় সুত্র জানায়, ওইদিন ভোরে জেনিনসহ কয়েকটি শরণার্থী শিবিরে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের গ্রেফতারে অভিযান চালায় ইসরায়েল। গুলি চালায় ফিলিস্তিনের ভূখণ্ডে। এসময় ইসরায়েলি বাহিনীর হামলায় গুলিবিদ্ধ হয় এক ফিলিস্তিনি। দুই ফিলিস্তিনিকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তল্লাশি চৌকিটি গুড়িয়ে দেয়া তারা।

করোনাভাইরাসের মহামারীর মধ্যেও ফিলিস্তিনিদের উচ্ছেদে নাগরিকদের উপর নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

ভয়েস টিভি/ইন্টারন্যাশনাল ডেস্ক/দেলোয়ার

You may also like