Home সারাদেশ নকলায় প্রেমিক যুগলের আত্মহত্যা

নকলায় প্রেমিক যুগলের আত্মহত্যা

by Newsroom

শেরপুরের নকলায় হেলাল (৩০) এবং হাসি (২৫) নামে এক প্রেমিক যুগল আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ২৯ জানুয়ারি শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ উপজেলার পাঠাকাঠা ইউনিয়নের গোয়ালের কান্দা এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

হেলাল ওই এলাকার ইয়াদ আলীর ছেলে এবং প্রেমিকা একই এলাকার সোবাহানের স্ত্রী। পরকীয়া প্রেম জানাজানি হওয়ার ভয়ে তারা আত্মহত্যা করে বলে ধারণা এলাকাবাসীর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা হাসির মরদেহ বাড়ির পাশের বাগানের একটি গাছে ঝুলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

একই সময়ে হেলালও নিখোঁজ হয়। অবশেষে ৩০ জানুয়ারি শনিবার ভোরে হেলালকে হাসির ঘরের পিছনে একটি গাছের সঙ্গে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। দুজন একই সময়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে বলে ধারণা এলাকাবাসীর।

স্থানীয় চেয়ারম্যান ফয়েজ মিল্লাত বলেন, এলাকাবাসী অনেকেই তাদের পরকীয়া প্রেমের বিষয়টি জানিয়েছে।

নকলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব ভৌমিক বলেন, এ ঘটনায় এখনো কেউ কিছু বলছে না। আসল ঘটনা কি তা তদন্ত করে দেখা হবে। দুজনের মরদেহ ময়না তদন্তের জন্যে জেলা মর্গে পাঠানো হয়েছে।

এর আগে গত ৯ বছর আগে হাসির সাথে বিয়ে হয় ওই এলাকার সোবাহানের সঙ্গে। হাসির সাত বছরের একটি ছেলে আছে। হেলাল নিজেও বিবাহিত ও এক সন্তানের জনক।

প্রেমিক হেলাল ও হাসির স্বামী সোবাহান দূর-সম্পর্কের চাচা-ভাতিজা। সোবাহান ঢাকার গাজীপুরে পোশাক কারখানায় চাকরি করেন। ৩-৪ বছর ধরে হাসির বাসায় হেলাল নিয়মিত যাতায়াত করছিল বলে জানা গেছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like