Home ভিডিও সংবাদ নকল প্রসাধনীর দায়ে দু’জনকে কারাদণ্ড

নকল প্রসাধনীর দায়ে দু’জনকে কারাদণ্ড

by Newsroom
নকল প্রসাধনীর দায়ে

ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর থেকে বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ করেছে র‌্যাব। এ সময় দুই জনকে দুই মাস করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ১৩ জুলাই সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়। দণ্ডিতরা হলেন- ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের আতিয়ার রহমানের ছেলে হারুন মিয়া ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পাভেল।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের আরাপপুর এলাকার একটি দোকানে অভিযান চালায় র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এ সময় নামি দামি কোম্পানীর বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে জড়িত থাকার অভিযোগে দোকানের মালিক হারুন ও পাভেলকে আটক করে দুই মাস করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ। জব্দকৃত মালামালের আনুমানিক মুল্যে প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

ভয়েসটিভি/ঝিনাইদহ প্রতিনিধি/ডিএইচ

You may also like