Home সারাদেশ চকবাজারের নকল প্রসাধনী সাতক্ষীরার গোডাউনে, ব্যবসায়ীর কারাদণ্ড

চকবাজারের নকল প্রসাধনী সাতক্ষীরার গোডাউনে, ব্যবসায়ীর কারাদণ্ড

by Shohag Ferdaus
নকল প্রসাধনী

রাজধানীর চকবাজার এলাকা থেকে নকল প্রসাধনী এনে সাতক্ষীরার বড়বাজারে গুদামে রেখে বাজারজাত করায় ব্যবসায়ী আলমগীর হোসেনকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বর বুধবার বেলা ১টার দিকে জেলা প্রশাসন ও র‌্যাবের যৌথ অভিযানে তাকে কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে আট লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন বড়বাজারের আলমগীর স্টোরের মালিক। তিনি কসমেটিকস ব্যবসায়ী।

অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন বলেন, এসএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ও জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান চালানো হয়েছে। অভিযানকালে আলমগীর স্টোরের গোডাউন থেকে বিএসটিআইয়ের অনুমোদনহীন বিপুল পরিমাণ নকল কসমেটিকস, শ্যাম্পু ও ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের মূল্য আট লাখ টাকা। ঢাকার চকবাজার থেকে কম দামে এসব কসমেটিকস কিনে সাতক্ষীরায় বেশি দামে বিক্রি করতেন আলমগীর। নামিদামি ব্রান্ডের স্টিকার লাগিয়ে এসব কসমেটিকস বাজারজাত করা হতো।

তিনি বলেন, উদ্ধারকৃত এসব মালামালের মধ্যে ৬২ ধরনের কসমেটিকস রয়েছে। নকল প্রসাধনী গুদামে রেখে বাজারজাত করার কথা স্বীকার করেছেন আলমগীর। এ ঘটনায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা এনএসআইয়ের উপপরিচালক জাকির হোসেন ও র‌্যাব ক্যাম্পের কমান্ডার বজলুর রশীদ।

ভয়েস টিভি/এসএফ

You may also like