Home সারাদেশ নগরবাড়ী ঘাটে খোলা আকাশের নীচে সার, হুমকিতে পরিবেশ

নগরবাড়ী ঘাটে খোলা আকাশের নীচে সার, হুমকিতে পরিবেশ

by Newsroom
সার

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) গুদাম না থাকায় পাবনার নগরবাড়ী ঘাটে খোলা আকাশের নীচে বিভিন্ন ধরণের সার স্তুপ করা হয়েছে। বিদেশ থেকে পানি পথে আমদানি করা এসব হাজার হাজার মেট্টিক টন সার মাসের পর মাস এভাবে পড়ে থাকায় গুণগত মান নিয়ে দেখা দিয়েছে সংশয়। এদিকে সারের ঝাঁঝালো গন্ধে পরিবেশসহ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে স্থানীয়রা।

জানা গেছে, বিসিআইসিসহ বিভিন্ন প্রতিষ্ঠান চীন, মিশর, সৌদি আরব, তিউনিশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ইউরিয়া, ডিএপি, এমওপি ও টিএসপি সার আমদানি করে। সমুদ্র পথে প্রথমে চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং সেখান থেকে নৌপথ ও সড়ক পথে বিভিন্ন এজেন্সির মাধ্যমে সরবরাহ করা হয়। এভাবেই আমদানিকারকরা উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় পাঠাতে নগরবাড়ী ঘাটে নিয়ে আসে।

বিসিআইসি সূত্র জানায়, উত্তরাঞ্চলে বিএফএ’র ১৪টি গুদামে বর্তমানে মজুদ রয়েছে প্রায় এক লাখ ২৫ হাজার টন ইউরিয়া সার। গুদাম খালি না থাকায় নদীর তীরেই এগুলো স্তুপ করে রাখা হয়েছে। এছাড়াও আনলোডের অপেক্ষায় ঘাটে আরও কয়েকটি জাহাজ নোঙর করা আছে।

স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় দম আটকে আসে। শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয়। জাহাজ আনলোড করতে ১২ দিনের বেশি সময় লাগলে বাড়তি টাকা গুণতে হয়। এজন্য উন্মুক্ত স্থানে সারগুলো আনলোড করে চলে যায় জাহাজগুলো। ব্যবসায়ীরা ইচ্ছেমতো ডিলার ও পাইকারদের কাছে বিক্রি করার ফলে দীর্ঘদিন ধরেই এগুলো খোলা আকাশের নীচে পড়ে থাকে।

স্থানীয় পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান এএম রফিক উল্লাহ বলেন, পরিবেশের ক্ষতির পাশাপাশি সারগুলো পার্শ্ববর্তী জমিতে ছড়িয়ে পড়ার কারণে ফসলের ক্ষতি হচ্ছে। এর জন্যে গুদাম নির্মাণ না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের বিষয়টি নিয়ে হস্তক্ষেপ জরুরি।

নগরবাড়ী ঘাটের সার ব্যবসায়ী ঈমান আলী বলেন, এই সমস্যা দীর্ঘদিনের। শুনেছি সরকারিভাবে বিএফএ’র গুদাম নির্মাণে উদ্যোগ নেয়া হয়েছে। এই সমস্যা নিরসনে গুদাম নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন জরুরি।

এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী বলেন, খোলা আকাশের নীচে সার রয়েছে এবং সেগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না এমন তথ্য আমার কাছে নেই। এখন পর্যন্ত কোন অভিযোগ বা প্রয়োজন সংক্রান্ত তথ্য আসেনি।

আরও পড়ুন : বেড়ায় উন্মুক্ত কয়লা বিক্রি, ঝুঁকিতে স্বাস্থ্য ও পরিবেশ

গোডাউন নির্মাণের বিষয়ে তিনি বলেন, উপজেলা এ বিষয়ে সম্পৃক্ত নয়। তাই এ বিষয় নিয়ে উপজেলা প্রশাসন কোনো কাজ করে না।

ভয়েস টিভি/এমএইচ

You may also like