Home ভিডিও সংবাদ নজরুল স্মৃতিকেন্দ্র

নজরুল স্মৃতিকেন্দ্র

by Amir Shohel

জাতীয় কবি কাজী নজরুল ইসলামে কিশোরবেলার বেশ কিছু সময় কেটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বটতলা নামাপাড়ায়। তারই স্মরণে ময়মনসিংহের ত্রিশালের কাজির শিমলায় গড়ে তোলা হয়েছে নজরুল স্মৃতিকেন্দ্র। এই স্মৃতিকেন্দ্রের পুরো এলাকা জুড়ে রয়েছে কবির ব্যবহৃত বিভিন্ন দুর্লভ উপকরণ, স্ব-রচিত গান, কবিতা ও গল্পসহ বেশ কিছু বই এবং কিছু আলোকচিত্র। কবির জীবনকালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনাসহ বিভিন্ন বই নিয়ে গড়ে তোলা হয়েছে এই পাঠাগারটি।

কাজী রফিজ উল্লাহ দারোগা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিভায় মুগ্ধ হয়ে ১৯১৪ সালে বর্ধমানের আসানসোল থেকে শিমলায় তার বাড়িতে নজরুলকে নিয়ে আসেন। তাই দারোগা বাড়িতে নজরুলের থাকার আঙ্গিনায় গড়ে উঠেছে নজরুল স্মৃতিকেন্দ্র।

প্রতিদিনই দেশ ও বিদেশ থেকে প্রচুর সংখ্যক দর্শনার্থী আসেন এখানে। ত্রিশাল উপজেলা সদর থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানে নজরুল প্রেমী মানুষের ভিড় থাকে সারা বছরই।

স্মৃতিকেন্দ্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবি নজরুলকে চুয়াত্তরতম জন্মদিনে মালা পরিয়ে দেয়ার ছবিসহ আরো অনেক বিরল ছবি দেয়ালে টাঙ্গানো রয়েছে। আছে কবির নিজ হাতে লেখা গান-কবিতা ও তার ব্যবহৃত পালঙ্ক।

ভবনটির নিচতলায় সংরক্ষিত আছে কবির ব্যবহার করা খাট। কবি দারোগা বাড়িতে এই খাটেই ঘুমাতেন কবি নজরুল। পাশ দিয়েই সিঁড়ি দিয়ে দোতলায় উঠলে দেখা যায় অফিস, হলরুম আর স্টোররুম। হলরুমটি কবির অসংখ্য বইয়ে ঠাঁসা। এখানে আছে কবির আরো অনেক দুর্লভ ছবি। এখানে কবির স্মৃতিবিজড়িত পুকুরটি এখনো আগের মতোই রাখা হয়েছে।

এখানে আরও রয়েছে ২০০ আসন বিশিষ্ট মিলনায়তন, দুটি গেস্টরুম। মিলনায়তন ও সেমিনার কক্ষে নিয়মিত বিভিন্ন সৃজনশীল অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়া স্থানীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতি বছর এই স্মৃতিকেন্দ্রে নজরুল জন্মবার্ষিকী উদযাপিত হয়। প্রতিবছরই ‘চীর উন্নত মম শীর’ মঞ্চে শহীদের স্বরণে পুষ্পস্তবক র্অপণ করা হয়।

স্বাধীনচেতা নজরুল মাঝে মাঝে স্কুল পালিয়ে বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন। সেই গাছটি এখন নজরুল বটবৃক্ষ নামে পরিচিত। বটগাছটির ঠিক সামনেই নজরুলের স্মৃতি ধরে রাখতে প্রতিষ্ঠা করা হয়েছে ‘দুখু মিয়া বিদ্যানিকেতন’।

তৎকালীন ময়মনসিংহ জেলা ম্যাজিস্ট্রেট পি এ নাজির গত শতাব্দীর সত্তরের দশকে নজরুলের স্মৃতিবিজড়িত বটগাছের গুরুত্ব অনুভব করে প্রথমবারের মতো বটগাছের চারপাশে পাকা বেদি করেন। স্মৃতিবিজড়িত সকল স্থাপনাগুলো রক্ষণাবক্ষেণ করা হলেও বটগাছটি ছিলো একেবারেই নিগৃহীত।

ময়মনসিংহের ত্রিশালে বটতলায় ৩৫ একর জমির উপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমান সরকারের সামগ্রিক উন্নয়নের অংশ হিসেবে ১৪ বছরে পর্দাপণ করা বিশ্ববিদ্যালয়টি কোনো দিকেই পিছিয়ে নেই।

এই দরিরামপুর গ্রামেই কবি তাঁর শৈশবের দিনগুলো কাটিয়েছেন। এখানে রয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই স্থান দেখতে প্রতিনিয়তই ভিড় জমান দর্শনার্থীরা।

ভয়েসটিভি/এএস

You may also like