Home জাতীয় চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুরে নতুন ডিসি নিয়োগ

চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুরে নতুন ডিসি নিয়োগ

by Newsroom
নতুন ডিসি নিয়োগ

চাঁপাইনবাবগঞ্জ ও শরীয়তপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  ২৭ সেপ্টেম্বর রোববার এই নিয়োগ আদেশ জারি করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের নতুন ডিসি হয়েছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের উপসচিব মো. মঞ্জুরুল হাফিজ।

এদিকে এ জেলায় আগে দায়িত্ব চালিয়ে আসা উপসচিব এ জেড এম নুরুল হককে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি উন্নয়ন ব্যুরোর পরিচালক করা হয়েছে।

অপরদিকে শরীয়তপুরে নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. পারভেজ হাসানকে।

অন্যদিকে আগের ডিসি কাজী আবু তাহেরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

ভয়েস টিভি/টিআর

You may also like