Home সারাদেশ নদীতে নামায় ১৯ জেলেকে দণ্ড

নদীতে নামায় ১৯ জেলেকে দণ্ড

by Newsroom
মুদি দোকানি

মানিকগঞ্জের দুই উপজেলায় যমুনা নদীতে মা ইলিশ মাছ শিকার করতে নদীতে নামায় ১৯ জেলেকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ১৭ অক্টোবর শনিবার সকাল ১০টার দিকে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

সহকারী কমিশনার জুয়েল আহমেদ বলেন, দৌলতপুর উপজেলার যমুনা নদীতে সরকারি নির্দেশনা অমান্য করে জাল ফেলে মাছ শিকারের অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বাকি ৭ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন বলেন, শিবালয়ের যমুনা নদীতে মাছ শিকারের চেষ্টার অপরাধে চারজনকে দেড় বছর করে কারাদণ্ড ও তিনজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মা ইলিশ শিকার বন্ধে এই অভিযান চলমান থাকবে বলে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like