ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে বিলীন হয়ে যাচ্ছে নিশ্চিতপুর মডেল উচ্চ বিদ্যালয় ভবন। গত দুই দিন ভাঙ্গনে ইতোমধ্যে স্কুলের ভবননের এক অংশ বিলীন হয়ে গেছে। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে চারতলা ভবন বিশিষ্ট আধুনিক স্কুলটি ২০১১ সালের দিকে নির্মিত হয়েছিলো।
এলাকাবাসী জানিয়েছে, এটি মেঘনার দুর্গম দ্বীপ চর জহির উদ্দিনের একমাত্র স্কুল যেটি পুরো দ্বীপে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আসছিলো। কিন্তু ভাঙ্গন থেকে রক্ষা করা গেল না স্কুলটিকে।
মেঘনার ভাঙ্গন থেকে ২০০ মিটার দূরে ছিলো স্কুলটি। এ অবস্থায় টেন্ডার আহ্বান করা হয়েছিলো কিন্তু ভাঙ্গনের তীব্রতা বেড়ে যাওয়ায় স্কুলটির একভাগ বিলীন হয়ে গেছে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, স্কুল ভবনটি ভেঙ্গে যাচ্ছে, বই-আসবাবপত্র ও সোলারসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি।
উপজলা নির্বাহী অফিসার আল নোমান জানান, দুই সপ্তাহ আগেও স্কুল ভবনটি মেঘনা নদী থেকে ২০০ মিটার দূরে ছিলো, কিন্তু মেঘনার ভাঙ্গনের তীব্রতা এতো বেশি ছিলো যে দুই দিনেই বিলীন হয়ে ভেঙ্গে যাচ্ছে ভবনটি। টেন্ডার আহ্বান করার পর ২৫ সেপ্টম্বর নিলাম ডাকার কথা ছিলো। বর্তমানে যে অবস্থা তা আর হয়ে উঠছে না।
ভয়েসটিভি/এএস