Home সারাদেশ চুয়াডাঙ্গায় শীতে দুই নবজাতকের মৃত্যু

চুয়াডাঙ্গায় শীতে দুই নবজাতকের মৃত্যু

by Newsroom
নবজাতকের মৃত্যু

শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় দুই নবজাতকের মৃত্যু হয়েছে। ২৩ ডিসেম্বর বুধবার ভোরে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলো- সদর উপজেলার বোয়ালমারী গ্রামের দিবাকর কুমারের চার দিনের ছেলে জয় এবং সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের জাহিদুল ইসলামের দুদিন বয়সী ছেলে সোয়াইদ।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহরাব হোসেন ভয়েস টেলিভিশনকে জানান, ‘ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে গত দু-তিন দিন ধরে রোগীর চাপ বাড়ছে। শীতজনিত রোগে আক্রান্ত হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হয়। এরপরদিন বুধবার ভোরে হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ওই দুই নবজাতকের মৃত্যু হয়। তাদের ওজনও তুলনামূলক কম ছিল।

এদিকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ২৩ জন ডায়রিয়া রোগী ভর্তি ছিল। এর মধ্যে ১৭ জনই শিশু। শিশু ওয়ার্ডে ভতি ছিল ২৭ জন। এদের বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, চলতি শীত মৌসুমে কয়েকদিন ধরে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে উঠানামা করেছে। বুধবার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রী সেলসিয়ায় বলেও জানান তিনি।

আরও পড়ুন : মেয়ে নবজাতককে ছুড়ে ফেললেন মা, আটকে রইলো কার্নিশে

ভয়েস টিভি/ডিএইচ

You may also like