Home বিশ্ব উড়োজাহাজের টয়লেটে মিললো নবজাতক, গ্রেফতার নারী

উড়োজাহাজের টয়লেটে মিললো নবজাতক, গ্রেফতার নারী

by Mesbah Mukul

বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর কর্মকর্তারা রুটিনমাফিক তল্লাশি চালাচ্ছিলেন। তল্লাশির সময় উড়োজাহাজের টয়লেটের রক্তমাখা টয়লেট পেপারে তাদের চোখ যায়। এরপর তারা যা খুঁজে পেলেন তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। টয়লেটে ময়লার ঝুড়িতে মেলে এক নবজাতক।

বিবিসির খবরে বলা হয়েছে, মরিশাসের একটি উড়োজাহাজে এই ঘটনা ঘটেছে। গত ১ জানুয়ারি মাদাগাস্কার থেকে মরিশাসের স্যার সিউসাগুর রামগোলাম আন্তর্জাতিক বিমানবন্দরে উড়ে আসে উড়োজাহাজটি। সেখানেই বিষয়টি ধরা পড়ে।

আরও পড়ুন : টয়লেটের পানি দিয়ে ফুচকার টক

এ ঘটনায় কর্তৃপক্ষ উড়োজাহাজে থাকা ২০ বছর বয়সী এক তরুণীকে গ্রেফতার করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, উড়োজাহাজেই এই নারীই শিশুটির জন্ম দিয়েছেন।

তবে ওই তরুণী জিজ্ঞাসাবাদে বিষয়টি অস্বীকার করেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায়, তিনিই ছেলে শিশুটির মা।

বিবিসি জানিয়েছে, গ্রেফতারকৃত নারী মাদাগাস্কারের বাসিন্দা। তিনি মরিশাসে দুই বছরের ওয়ার্ক পারমিট নিয়ে এসেছিলেন।

এদিকে নবজাতক উদ্ধারের পরপরই হাসপাতালে ভর্তি করা হয়। বাচ্চাটি সুস্থ আছে। হাসপাতালে স্বাভাবিক রয়েছেন ওই তরুণীও, তবে পুলিশের নজরদারিতে। তার বিরুদ্ধে নবজাতককে পরিত্যাগ করার অভিযোগ আনা হয়েছে।

ভয়েসটিভি/এমএম

You may also like