Home সারাদেশ নোয়াখালী সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

নোয়াখালী সদর হাসপাতাল থেকে নবজাতক চুরি

by Shohag Ferdaus
নবজাতক

নোয়াখালীর জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ উঠেছে। ১০ অক্টোবর শনিবার সকালের দিকে জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে নবজাতক চুরির এ ঘটনা ঘটে।

এর আগে, শুক্রবার সকাল ৭টার দিকে কোম্পানীগঞ্জে মুছাপুর ইউনিয়নের সাইফুল ইসলামের স্ত্রী লুৎফুন নাহার (২০) একটি ছেলে সন্তান জন্ম দেন।

নবজাতক শিশুর পিতা এ ঘটনায় সুধারাম থানায় মৌখিক অভিযোগ করেছেন। তবে এখন পর্যন্ত চুরি হওয়া শিশুটির কোনো খোঁজ মেলেনি।

নবজাতক শিশুর বাবা সাইফুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হলে গত বুধবার তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। শুক্রবার সকালের দিকে তার স্ত্রী একটি ছেলে সন্তানের জন্ম দেন। পরে জন্ম নেয়া শিশুকে আমরা চাইলে নার্স ও আয়া মিলে নানা টালবাহানা শুরু করে। ঘণ্টাখানেক পর আমাদের বলা হয় গৃহবধূ মৃত নবজাতক প্রসব করেছেন। তারপরে মৃত শিশু দেখতে চাইলে তারা মৃত শিশুর মরদেহ দেখাতে পারেনি। সর্বশেষ আমাদের নবজাতক শিশুকে ফিরে পেতে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বহুবার গিয়েও কোনো ফল পাইনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মোহাম্মদ আব্দুল আজিম জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, এ বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন এ ঘটনায় অভিযোগ পাওয়ার বিষয় নিশ্চিত করে জানান, নবজাতক চুরির ঘটনায় বাবা মৌখিকভাবে থানায় অভিযোগ করেছেন। রোববার পুলিশ তদন্ত করে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন: যবিপ্রবির আবাসিক হলে চুরি

ভয়েস টিভি/এসএফ

You may also like