Home শিক্ষাঙ্গন জাতির পিতার সমাধিতে বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত ভিসির শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে বশেমুরবিপ্রবি’র নবনিযুক্ত ভিসির শ্রদ্ধা

by Amir Shohel

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।

৬ সেপ্টেম্বর রবিবার দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতিহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহত তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করেন।

এসময় উপস্থিত ছিলেন- বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. নুর উদ্দিন আহমেদ, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের ইটিই বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, প্রকৌশলী এস.এস এস্কান্দার আলী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ।

ভয়েসটিভি/এএস

You may also like