ভারতের পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেসের যুব সংগঠনগুলোর নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জে রণক্ষেত্রে পরিণত হয়েছে কলকাতার ধর্মতলা চত্বর। বেধড়ক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামানে বেশ কয়েক জন বাম ও কংগ্রেসের যুব কর্মী-সমর্থক আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। খবর আনন্দবাজার।
পশ্চিমবঙ্গে নয়া শিল্প স্থাপন, বেকারত্বসহ একাধিক ইস্যুতে ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেয় বাম এবং কংগ্রেসের ১০টি ছাত্র ও যুব সংগঠন।
কলকাতার কলেজ স্ট্রিট থেকে মৌলালি হয়ে এস এন ব্যানার্জি রোড ধরে একটি মিছিল পৌঁছয় ডোরিনা ক্রসিংয়ে। নবান্ন অভিযানে যাওয়ার কথা থাকলেও মিছিল এখানেই আটকে দেয় পুলিশ। বাধা দিতেই পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল শুরু করেন আন্দোলনকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে। তাড়া করে বাম কর্মী-সমর্থকদের পেটাতে শুরু করে পুলিশ। বিক্ষোভকারীরাও পাল্টা আক্রমণ শুরু করেন। এই পরিস্থিতিতে রণক্ষেত্রের পরিস্থিতি নেয় গোটা এস এন ব্যানার্জি রোড।
ভয়েস টিভি/এসএফ