Home সারাদেশ ফরিদপুরে নসিমন চাপায় প্রাণ গেল শিশুর

ফরিদপুরে নসিমন চাপায় প্রাণ গেল শিশুর

by Shohag Ferdaus
ট্রাক

ফরিদপুরের বোয়ালমারীতে বেপরোয়া নসিমনের চাপায় তাসিন মোল্যা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা নসিমন চালক আরজান সিকদারকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক আরজান আলফাডাঙ্গার হিদাডাঙ্গা গ্রামের মাজিয়ার শিকদারের ছেলে।

১৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার চতুল ইউনিয়নের বাইখির বনচাকি মাদরাসা-ডোলভিটা আঞ্চলিক সড়কের বাইখির মোল্যার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

চতুল ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য তারেক হোসেন জানান, সন্ধ্যার দিকে চতুল ইউনিয়নের বনচাকি মাদরাসা-ডোলভিটা সড়কের বাইখির মোল্যার বাড়ির সামনের রাস্তার পাশ দিয়ে মায়ের সঙ্গে হেটে যাচ্ছিল শিশু তাসিন। তখন ওই সড়ক দিয়ে বেপরোয়াভাবে যাওয়া নসিমনটি শিশু তাসিনকে চাপা দেয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রাফেজা খানম মিলি তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয়রা নসিমন চালক আরজান সিকদারকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like