হাসপাতালে মৃত্যুর সঙ্গে চার দিন লড়াই চালিয়ে শেষমেশ হার মানলেন নাজিব তারাকাই।
মাত্র ২৯ বছর বয়সেই মারা গেলেন আফগানিস্তান জাতীয় দলের এই টপঅর্ডার ব্যাটসম্যান। ৩ অক্টোবর শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হয়েছিলেন নাজিব। আফগান ক্রিকেট বোর্ড শনিবার সোশ্যাল মিডিয়ায় তাঁর দুর্ঘটনার খবর জানিয়েছিল।
শেষমেশ চারদিনের জীবন যুদ্ধে হেরে বিদায় নিলেন ২২ গজের এই যোদ্ধা। ৬ অক্টোবর মঙ্গলবার আফগান ক্রিকেট সংস্থাই টুইটারে নাজিবের মৃত্যুর খবর জানায়।
২০১৪ সালে বাংলাদেশে টি-২০ বিশ্বকাপে আন্তর্জাতিক অভিষেক হয় নাজিবের। আফগানিস্তানের হয়ে ১২টি আন্তর্জাতিক টি-২০ ও ১টি ওয়ান ডে খেলেন তিনি। ২০১৭ সালের মার্চে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে আন্তর্জাতিক কেরিয়ারের সর্বোচ্চ ৯০ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন তারাকাই। নাজিব কেরিয়ারের একমাত্র ওয়ান ডে ম্যাচ খেলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
গতবছর সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে তিনি শেষবার আফগানিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেন। কেরিয়ারে ২৪টি ফার্স্ট ক্লাস ও ১৭টি লিস্ট-এ ম্যাচ খেলেন নাজিব। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৬টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। সব মিলিয়ে কেরিয়ারে ৩৩টি টি-২০ ম্যাচ খেলেছেন তারাকাই।
অকালে হারিয়ে যাওয়া এই আফগান তারকার মৃত্যুতে শোক নেমে এসেছে ক্রিকেট বিশ্বে।
ভয়েসটিভি/এএস