Home সারাদেশ নাটোরে গ্যাসবাহী লরি-বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নাটোরে গ্যাসবাহী লরি-বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

by Shohag Ferdaus
সংঘর্ষে

নাটোরের বড়াইগ্রামে বাস ও এলপি গ্যাসবাহী লরির মুখোমুখি সংঘর্ষে লরির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। ২২ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া গাজী অটো রাইস মিলের পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত লরি চালক তারেক রাজবাড়ী সদর উপজেলার এরেন্ডা গ্রামের হবিবর রহমানের ছেলে।

বনপপাড়া হাইওয়ে থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলা সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে নাটোরের দিকে আসছিল। একই সময়ে নাটোরের দিক থেকে ঢাকাগামী একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্যাংক লরি বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গাজী অটো রাইস মিলের পাশে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লরি চালক তারেক ঘটনাস্থলেই নিহত হন।

বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত চালক তারেকের মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ট্যাংক লরি ও বাসটি থানায় নেয়া হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like