Home সারাদেশ নাটোরে ভ্যানচালক হত্যায় জড়িত দুজন গ্রেফতার

নাটোরে ভ্যানচালক হত্যায় জড়িত দুজন গ্রেফতার

by Newsroom

নাটোরের সিংড়ায় চালককে হত্যা করে ভ্যান ছিনতাইয়ে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। ২৪ অক্টোবর শনিবার বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

গ্রেফতার দুজন হলেন, সিংড়া উপজেলার হাতিয়ান্দহ এলাকার আক্কাস আলীর ছেলে রিপন হোসেন এবং একই এলাকার শুকুর প্রামাণিকের ছেলে দুলাল প্রামাণিক।

বিবৃতিতে পুলিশ সুপার বলেন, সিংড়া উপজেলার মটগ্রামের ভ্যানচালক নির্মল কুমার সরকারের ছেলে বিদ্যুৎ ২০ অক্টোবর বিকেল ৪টার দিকে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন। সন্ধ্যা ৭টার দিকে রিপন, দুলাল ও মামুন ছিনতাই করার জন্যে হাতিয়ান্দহ বাজার থেকে মটগ্রাম যাওয়ার উদ্দেশ্যে ভ্যান ভাড়া করে।

রাত ৮টার দিকে তারা গুনাইখাড়া গ্রামের একটি নির্জন জায়গায় পৌঁছালে বিদ্যুতের গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সিংড়া থানায় মামলা হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নাটোরে বেড়েছে চামড়ার দাম

এছাড়া ছিনতাই হওয়া ভ্যানটি নাটোর সদর উপজেলার গোকুল নগর এলাকার এক মেকারের দোকান থেকে উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত মামুন এখনও পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like