Home সারাদেশ নান্দাইলে শিলাবৃষ্টি

নান্দাইলে শিলাবৃষ্টি

by Shohag Ferdaus
শিলাবৃষ্টি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় হঠাৎ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে কোথাও কোথাও শিলার স্তুপও জমে যায়। তবে, ফসলের বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কৃষকরা।

৬ মার্চ শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে শিলাবৃষ্টি। হঠাৎ করেই ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টিতে বিপাকে পড়েন পথচারীরা।

কৃষকরা জানিয়েছে, শীতের আমেজ সবে শেষ হয়েছে। এরই মধ্যে হঠাৎ শিলাবৃষ্টি। বাড়ন্ত ধান গাছের সামান্য ক্ষতি হয়েছে। তবে, আরও শিলাবৃষ্টির ব্যাপ্তি আরও বেশি হলে সবজির ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিলো।

এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ উদ্দিন বলেন, শিলাবৃষ্টির পাশাপাশি বয়ে গেছে দমকা হাওয়া। হঠাৎ করে শিলা বৃষ্টি হয়েছে। তবে, ফসলের ক্ষতি হয়েছে এমন কোন খবর পাওয়া যায়নি।

ভয়েস টিভি/এসএফ

You may also like