টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। ৫ ফেব্রুয়ারি মধ্য রাতে টেকনাফের জালিয়াপাড়ার ২ নম্বর স্লুইস এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার মো. ইউনুছের ছেলে মোহাম্মদ নুর (২৪), একই এলাকার নুর ইসলাম এর ছেলে মো. লিয়াকত আলী (১৮)।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সাইয়েদুল মোরসালিনের নেতৃত্বে টেকনাফ পৌরসভা জালিয়াপাড়া ২ নং স্লুইস সংলগ্ন নাফ নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নাফ নদীতে মায়ানমার সীমানা অতিক্রম করে ১টি ডিঙ্গি নৌকা বাংলাদেশের দিকে আসতে দেখে কোস্টগার্ড। নৌকাটি সন্দেহজনক হওয়ায় কোস্টগার্ড সদস্যরা স্পিড বোট নিয়ে ধাওয়া করে আটক করে। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ১টি প্লাস্টিক প্যাকেটে থাকা ১৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করে।
লে. কমান্ডার আমিরুল হক বলেন, আটক দুইজনসহ মাদক বহনে ব্যবহৃত ডিঙ্গি নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস টিভি/এসএফ