Home বিশ্ব এখনো কোমায় নাভালনি

এখনো কোমায় নাভালনি

by Newsroom
নাভালনি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সেই নাভালনি শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। বার্লিনের যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন, সেখান থেকে এমন তথ্য দেয়া হয়েছে।

বিখ্যাত শারিট হাসপাতাল এক বিবৃতিতে জানায়, অবস্থার উন্নতি ঘটলেও ৪৪ বছর বয়সী এই রাজনীতিককে কোমায় রাখা হয়েছে, ভেন্টিলেটরও সরানো হয়নি।

২০ অগাস্ট সাইবেরিয়ার তমস্ক থেকে রাজধানী মস্কো যাওয়ার পথে বিমানের ভেতরেই এ রাজনীতিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। নাভালনিকে হাসপাতালে নিতে বিমানটি সাইবেরিয়ার ওমস্কে জরুরি অবতরণও করে। বিমানে ওঠার আগেই কট্টর সমালোচক নাভালনিকে বিষপ্রয়োগ করা হয়েছিল বলে ধারণা তার সমর্থকদের।

বিমানবন্দরে পুতিনবিরোধী এ নেতা চা পান করার আগেই তার পানীয়তে বিষ মিশিয়ে দেয়া হয়েছিল বলে সন্দেহ তাদের। রাশিয়ার চিকিৎসকরা নাভালনির দেহে বিষক্রিয়ার কোনো প্রমাণ না পেলেও পরে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে জার্মানিতে নিয়ে যাওয়া হয়।

শুক্রবার জার্মান হাসপাতাল কর্তৃপক্ষ নাভালনির অবস্থা স্থিতিশীল বলে জানায়।

ভয়েস টিভি/টিআর

You may also like